লোভ দেখিয়ো না আর আমায়
সুখে থাকার মূলমন্ত্র ভুলে গিয়েছি
সম্মোহন ছড়িয়ে এসো না পাশে
এসব ধুচ্ছাই বলে উড়িয়ে দেই নিত্য।


ছেড়ে চলে যাবে বলে হুমকি দিয়েই
চলে গেলে, তাতে কি
ভালো থেকো, বিদায় সম্ভাষণটাও মনে রেখো।


আর আমি কল্প বিলাসী মনে কিছু নিয়ে হাপিত্যেশ করি না
ভালোবাসা প্রেম এখানে মোহমায়ার জাল বিছিয়ে কেউ কাউকে ডাকে
কেউ ফেঁসে যায়, কেউ যায় না
কারণ মুখের কথায় আর বিশ্বাস নেই হয়তো।


মন লেনাদেনায় কখনো যদি দেহ চলে আসে
তাতে প্রেম থাকে না, থাকে ছুঁয়ে দেয়ার আকাঙ্ক্ষা
গিলে ফেলার কামনা ব্যস!


এসব মিটে গেলে ভালোবাসারা পালিয়ে যায়
প্রেম লুকায় বুক পকেটে।
তবে আকাঙ্ক্ষা থাকুক কিছুটা বুকের বামে
শিহরণ লেগে থাকুক কিছু কথায়, আবেগে।


ভালোবাসা নিয়ে থাকুক কেউ পাশে
সুখ দুঃখ লেনাদেনায় অথবা
বৈরী হাওয়া যখন ঝাপটে ধরে তখন।
-
আমায় ডেকো না এমন তরো, যেমন ভালোবাসার মোহ টানে আমায়;
মন্ত্র মুগ্ধের মতন লোভের বুকে পা রেখে ঠায় দাঁড়িয়ে নেই আমি।


জানো তো স্বপ্নের প্রতি কিঞ্চিত দুর্বল,
ভালোবাসি শুনলেই কেঁপে উঠে বুকের ভূমি
মনাবেগের পাতা ঝরঝর ঝরে পড়ে নিমেষে
বাম পাঁজর মোচড় দিয়ে উঠে শিহরণের ব্যথা।


তুমি হয়তো জানো
বুকের নদী আমার সুখে প্লাবিত চৈত্রের খরায়ও
শক্ত মাটির অতলে শিকড় গেড়ে আছি দাঁড়িয়ে
দাঁড়িয়ে দেখে যাই চতুর্দিকে কত শত মোহের ঝিলিক
আমি নড়ে উঠি না সহজে, মোহ আমায় ছেড়ে পালায়।


চোখের নদীতে তুলে দিয়ো না আর মুগ্ধতার ঢেউ
আমায় অসময়ে ডেকো না মন বাড়িয়ে
আকণ্ঠ চেপে ধরো না ভালোবাসার স্পর্শে।
(২৭-০৫-২০১৮)