একদিন আমি যাবো চলে -বেলা শেষের ট্রেনে চেপে
নিথর তুমি ঠাঁয় দাঁড়িয়ে -ঘড়ির কাটা নিবে মেপে।
বুঝোনিকো আমায় তুমি-সময় থাকতে সুখের বেলায়
নিত্য আমায় রেখেছিলে-মনে তোমার অবহেলায়।
কাছে যেতে চেয়েছিলাম-তুচ্ছ ভেবে দিলে ঠেলে
ভালবাসার সুখের সময়-কেটেছিলো এলেবেলে।
চোখে আমার চোখ রাখোনি-দিব্যি একা ছিলে সুখে
আজ কেনো গো চোখের জলে-দীর্ঘশ্বাসটা টানছো বুকে?
আশা ছিলো মনে মনে-সারাজীবন থাকবো পাশে
সেই তুমি তো রাখলে আমায়-কটু কথায় জীবন ত্রাসে।
বলেছিলাম কানে কানে-সুখের প্রহর যায় চলে যায়
তুমি তখন ছিলে ডুবে-সুখের হাওয়া লাগিয়ে গায়।
পাত্তা আমায় দাও নি কভু-অহম ছিলো মনের মাঝার
দেখেছিলে রঙিন চশমায়-জীবন বুঝি রঙের বাজার।
ধীরে ধীরে সময় সূতা-টেনে নিয়ে যাচ্ছে দেখো
এবার তুমি একলা হয়ে-দু:স্বপ্নটা মনে এঁকো।
আমি তোমার নই কো আপন-ট্রেন এসে থেমেছে দোরে
থাকবো নাকো এখানটাতে-নিরস হয়ে তৃষ্ণার ঘোরে।
যাবোই যাবো চলে আমি-ছেড়ে তোমায় একলা ফেলে
বন্দি তুমি হবেই এবার-একাকিত্বের কষ্ট জেলে।
ভালবাসা কি বুঝো নি -পাথর ছিলো বুকের বামে
এবার তুমি জীবন কিনো-অল্প কিছু কষ্টের দামে।