©কাজী ফাতেমা ছবি


কি যেন নেই, কি যেন নেই, এমন গান মনে বাজে নিত্য
কত ব্যস্ততায় কেটে যায় দিন, নির্ঘুম কাটে কত রাত প্রহর;
জরাজীর্ণ দেহ নিয়ে শুয়ে শুয়ে ভাবি,
কি যেন নেই আমার, অথবা ছিলো না কখনো।


শ' দায়িত্বের বোঝা মাথায় নিয়ে পথ চলি, কি যেন নেই;
কত শখ ছিলো মনে, কত আবদার ছিলো বুকের বামে জমানো
কিছুই তার হলো না পাওয়া, কিছুই হলো না বলা, না বলা কথাগুলো
কি এমন চেয়েছিলাম জীবনের কাছে!
অথচ কি যেন নেই থাকে মনের মাঝে।


চোখের কোণে হতাশার ছায়া, ভাবলেই এমন... কি যেনো নেই আমার
কি থাকার কথা ছিলো? দুঃখ সুখের সঙ্গী কিংবা শত আবদার রক্ষার কেউ
কিংবা আমাকে ভালোবাসার অধিকারে কাছে টানার, কি জানি বাপু
তবুও লাগে কি যেন নেই আমার!


ব্যস্ত শহর,ব্যস্ত মানুষের ভিড়ে, কত গল্প হারিয়ে যায় অনায়াসে
সব কি আর হয় বলা, কিছু গোপন কিছু আলতো মন ছুঁয়া কথা -
সে থেকেই যায় মনের চোরকুঠুরী
হয়নি বলা কখনো, না হবে বলা কাউকে;
অতঃপর কি যেন নেই আমার, কি যেন নেই বলেই কাটিয়ে দেই প্রহর।


কত লিখালিখি, কত রঙ্গ তামাশা, কত ছন্দ মনের অলি গলিতে বিচরণ
শুধু আঙ্গুল টাচে লিখা কত ভালোবাসার আকুলি বিকুলি কথন
কখনো নড়ে নি ঠোঁট, বন্ধ মুখে মনের খাতা খুলে লিখে যাই
মিটে না তৃষ্ণা, থেকে যায় মনে সেই কি যেন নেই আমার।


কল্প নায়ে ভেসে ভালোবাসা বাসি, সত্য নয় তবু ভালোবাসা দেই ছড়িয়ে
দীর্ঘশ্বাস গুলো শুধু আমার হয়ে যেন রয়ে যায়, মিলে না হিসেব
মন জ্যামিতি র প্যাঁচ কে আর বুঝে শুনি!
না পড়া যায় কারো মনের আবেগী কথন
সব কিছুর মূলে সেই অতৃপ্তি বাসা বাঁধে বুকে-
কি যেন নেই, কি যেন নেই।


জোছনার কাছে রেখেছি আমার অষ্ট প্রহরের একটি প্রহর
আলোয় চোখ রেখে হারাতে হারাতে, মর্ত্যে খুঁজি জোনাকি পোকা
ফাঁকিবাজির আলোতে মন লুটিয়ে পড়ে সহসা; ইট সুড়কির পথের কিনারে
সবশেষে সে রয়েই যায় মনে, কি যেন নেই আমার-কি যেন নেই।


ইচ্ছে করে ভালোবাসি অথবা ভেঙ্গে চুঁড়ে দেই এই আবেগী মন
আমার করে রাখিনি কিছু কেউ;
কত বিষ কথার তীর এসে বিঁধে বুকের বাম অলিন্দে, মরে যাই আমি, মরে যাই
ভালোবাসি সে আর হয়ে ওঠেনি বলা, মন মিললেই তো বসে মেলা...
মন না মিলার ভিড়ে বসলো না ভালোবাসার মেলা তাই
আঁকড়ে ধরে বিছানার চাদর, অস্ফুট বলে উঠি,
কি যেন নেই আমার।কি যেন নেই আমার!
(০৪-০৪-২০১৭)