বউয়ের জ্বালায় মরে নাকি
সব বেটার দল
সংসারের সব ঝামেলা সঁপে
করে মিছে ছল।


টাকা কামান বাজার করা
এইতো মাত্র কাজ
বাকিটা সময় আড্ডাবাজি
চলে সকাল সাঁঝ।


ঘরে এসে মাতব্বরি
শাসন কোশন চলে
পান থেকে চুন কষলে
হাজার কথা বলে।


তরকারীতে নুন কম
ঝাল কেন বেশি
একটু খানি দোষ হলে
রাগে টান পেশি।


সকাল বেলা ঘুম ভাঙ্গে
আটটা কি নয়টায়
বউটার কখন ঘুম ভাঙ্গল
খবর নেয়না বেটায়।


তাড়াহুড়া করে বেটা
অফিসে ছুটল শেষে
এসি রুমে দিন কাটিয়ে
ফিরল আরাম আয়েশে।


এসেই বলে ও বউ
গরম ভাত বাড়
পানি আন লবণ দে
অন্য কাজ ছাড়।


আরামে থেকেও বেটারা
বউকে কষ্ট দেয়
সুন্দরী এক মাইয়া পেলে
তার পিছু নেয়।


বাচ্চা কাচ্চা জন্ম দিয়ে
তার কম্ম শেষ
অসুখ বিসুখ মায়ে দেখে
যত দু:খ ক্লেশ।


পড়াশুনা স্কুল কোচিং
মায়ের উপর ন্যস্ত
বাচ্চা নিয়ে ফেরেশানি
দিনভর মা ব্যস্ত।


শত কাজ রান্না বান্না
সংসার সামলানো
ক্লান্ত দেহে হাসি মুখে
বাচ্চা আগলানো;


কে হবে মায়ের মত
এমন মমতাময়ী
কাঁধে নিয়ে সব কষ্ট
হাসিটা ভুবনজয়ী।


এত সব করেও বেটারা
খুঁজে না পায় গুন
ইচ্ছে হয় সবগুলারে করি
এক সাথে গুম খুন।


বউ মরলে ওরা নিজেদের
ভাগ্যবান কয়
এই বুঝি পাওনা বউদের
প্রাণে নাহি সয়।


সময় থাকতে ভালো হও
বদের হাড্ডি যতসব
বউ ছাড়া নিস্তব্ধ শ্বশান
ঘরে নেই খুশি কলরব।


সুখে দু:খে হাসি খুশিতে ভরে থাকুক
প্রতিটা পরিবার
বর-বউ হউক একে অপরের বিপদে,
হাত ধরিবার।
(Wednesday, 14 May 2014 at 22:23)