সময়ের সাথে জড়িয়ে যাবে যেদিন
বলবে সেদিন,
কি স্পর্ধাটাই না দেখিয়েছি এ যাবৎ কাল,
ক্যালেন্ডারের পাতা উল্টোভাবে উল্টিয়ে দেখো তো,
কবে গেয়েছিলে হাসিমুখে সুখের গান!!
ঠোঁটের কোণে কবে ফুটে উঠেছিল এক চিলতে হাসি!
কিছুটা সময় বুঝি হাতে আছে এখনো,
চল জীবন কিছুটা গুছাই;
ইবাদত, ক্লান্তিময় মুহুর্ত, কর্মময় জীবন,
দৃষ্টিতে কুয়াশার ধুয়াশায় আচ্ছন্ন হওয়ার আগেই,
চোখে নামাই তৃষ্ণা,
ঘুরে ঘুরে উপলব্ধি করি সৃষ্টির ক্ষুদ্র ক্ষুদ্র সৌন্দর্য,
মনে নামাই বৃষ্টি,
ভিজে ভিজে একাকার হয়ে জড়িয়ে থাকি সময়কে।
অপেক্ষা করি একসাথে,
নৈ:শব্দের মহাশূণ্যের জগতে হারাবার;
ক্যালেন্ডারের পাতায় পাতায় জমানো অতীত
ধুলোয় হবে মলিন ক্রমে;
অমোঘ সত্যের হাত ধরে আমরাও
সময়ের সাথে পাড়ি জমাবো অনন্তে।