ক্ষয়িষ্ণু মঞ্জুলা……
বহু সময় ধরে হেঁটে চলেছি নিস্তব্ধ রাত্রিরে
সঙ্গী যারা ছিল একে একে হারিয়েছি,
কখনো তমোহর ছিল সহগামী
কখনো বা একা……
গ্রীষ্ম বর্ষা শীত বসন্ত রাত্রিরে আনমনে হেঁটেছি
কখনো শিউলী ফোটা রাত অথবা সঙ্গী ছিল…
লাল সাদা সন্ধ্যা মালতির ঘ্রাণ।
হেঁটেছি ভাবনাদের সঙ্গী করে কখনো,
অন্তর্দর্শনে নিজের ভুলত্রুটি বিসর্জন সঁপে দেই
শিউলীর তলায়, ঘাসে, শিশিরে অথবা তমোহরকে।
ইদানিং সহচর হয় রোজ রাতে বকুলের মাতাল ঘ্রাণ…
হেঁটে যাই বকুল তলার পথ মাড়িয়ে….
ন্যুব্জ হয়ে এক একটি বকুল কুঁড়াই আঁচল ভরে
নেতিয়ে যাবে, শুকিয়ে যাবে জেনেও
সব ফুল একত্র করে মালা গাঁথি…
ঘ্রাণ নেই প্রাণ ভরে।
সাথি হারা আমি একা একাই থাকি.. হাঁটি
যে যার প্রয়োজনে নিজে থেকেই হারায়
মানুষ দুরে যায়…..
চলে যায় চিরতরে..
হারায় না শশী, বকুল, শিউলী, শিশিররা…
ক্ষয়িষ্ণু সময়; ক্ষয়িষ্ণু মুহুর্ত…..
ক্ষয়ে ক্ষয়ে যায় বুঝি সুর, ঐক্যতান…
আমার সকল মঞ্জুলা….।