১। সুখের অসুখ—২
———————
তবুও আঁড়ালে থেকে যায় কিছু কথা একটি মুখ,
দুপুরের রৌদ্রের প্রখরতায়ও পাই একফোঁটা সুখ।
ম্লান কিছু সময় হাতে দিয়ে সে দুরে পালায় দিয়ে দু:খ্,
অস্তিত্ব তার নয় মিছে; কাল্পনিকই হলো না হয় সে লোক
তবুও মনের কাননে হামেশাই ফুটে থাকে শিমুল অশোক,
কে বলে! আমার মনের উঠোন জুড়ে হয়েছে সুখের অসুখ।


২. বন্ধুত্বতা……..
—————-
তোমরা অনেক বন্ধুর সঙ্গ পেতে চাও
ঘুরে ফিরে মিথ্যার আশ্রয় নাও…
নব বন্ধুত্বের নেশায় বুঁদ হয়ে থাক;
কিছুদিন বেশ ভালই কাটে সময়
আচানক ভুলে যাও বন্ধুত্ব,
যে তোমাকে দিয়েছিল….
সুন্দর কিছু সময় উপহার।


২. হতাশার ছুটি……
————————
মাথার ভিতর সারাক্ষণ দীর্ঘশ্বাসের শীতল ধারা বয়ে যায়…
স্তব্ধ হয়ে আনমনা হই কিছুটা পল;
সে ক্ষণটা স্থায়ী হয় না বেশিক্ষণ।
ইদানিং দীর্ঘশ্বাস, হতাশা আমাকে থামিয়ে রাখতে পারে না!
হতাশা রাগ করে বলে, তুমি আমার সাথে জায়গা বদল করো,
আমিও হতে চাই এমন বেহায়া…
আমি বলি সব জায়গায় সব কিছুকে মানায় না;
হতাশা, ফিরে যাও অন্য কোথাও।