লিমেরিক-৮২ ( চলো ঐক্যবদ্ধ হই দুর্নীতি রুখতে)
দুর্নীতি রুখতে হলে এসো হই আজ ঐক্যবদ্ধ
সকল অন্যায়ের পথই চল করে দেই রুদ্ধ
কোনখানেই যেন না হয় দূর্নীতি
শক্তহাতে বন্ধ করি জোড় নীতি
ঐক্য হয়ে দূর্নীতিবাজদের বিরুদ্ধে করি যুদ্ধ।
(13 November 2014 at 21:30)


লিমেরিক—৮৪ ( প্রমাণ ছাড়া সুবিচার পাওয়া যায় না)
সুবিচার তো আর বললেই পাওয়া যায় না
রায় বিপক্ষে, বিচারক পক্ষে প্রমাণ পায় না
আদালতে জিততে প্রমান লাগে
টাকার জোড়ে হায় সাক্ষী ভাগে
বিচার সেই পায় যে ন্যায়েতে থাকতে চায় না।
(10 November 2014 at 18:17)


লিমেরিক-৮১ (প্রকৃতি ভারসাম্য হারায়)
বিলীন হচ্ছে দিন দিন হায় মাছ পশু পাখি কত প্রজাতি
কত প্রাণী বিলীন হয় শুধু ভক্ষণ করেছিল নিজ স্বজাতি
মানুষরা বুঝে না কভু প্রকৃতি
অটল রাখে তাদের ঠক রীতি
প্রকৃতি হারায় ভারসাম্য আর মানুষের কমে না বজ্জাতি।
(14 November 2014 at 21:31 )


লিমেরিক-৮৫ (হেমন্ত আসল রোগ নিয়ে)
হেমন্ত আসলি তো আসলি রোগ নিয়া সাথে
উষ্ণ-শীতে কত রোগের উৎপাত দিনে রাতে
সর্দি গলা ব্যথা সাথে জ্বর
সিজন চেঞ্জে আমার ঘর
রুক্ষ বায়ে রোগ নিয়ে ঘুম ভাঙ্গে রোজ প্রাতে।
(8 November 2014 at 18:15)


লিমেরিক-৮৩ ( বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে)
উচ্ছ্বাসটা দেখাতে পারিনা হায়! দলটা জিম্বাবুয়ে তাই
টিমটা শুধু ওদের সাথেই জিতে তাইতো দেখতে পাই
খেলতে হলে সমানে সমান
জিতলেই তবে থাকবে মান
চ্যাম্পিয়নদের সাথে জিতলেই তবে নাচন কোদন চাই।
(12 November 2014 at 21:59 )