আড্ডা বাড়িতে বসে না আর আগের মতো মজলিস
শীতল পাটি পেতে বসা হয় না জোছনামন্ডিত উঠোনে
মজলিসে যারা অংশ নিতো; তারা একসময় খুব কাছের ছিল,
একে একে সবাই সটকে পড়েছে জীবনের টানে,
ভেসে গেছে দীপ থেকে দীপান্তরে;
যে যার জায়গায় করে নিয়েছে সুদৃঢ় অবস্থান;
জীবিকার তাগিদে দৃষ্টির সীমানার বাইরে যারা,
ধীরে ধীরে তাদের অবয়ব ভুলে যেতে বসেছি;
কেমন আছে মজলিসে উল্লাসের লোকগুলান!
যে যেখানেই আছে, থাকে;
যার যার জায়গায় সে একা;
উচ্ছ্বাস হারানো নীড়ে একলা একা পাখি।


বাড়ি শূণ্য রেখে আমিও অন্য কোথাও ব্যস্ততায় দিন কাটাই,
কফি হাউজের মতই পেয়ালাগুলো শূণ্য থাকেনা…
আড্ডা বসে এখনো, হে আড্ডা থেমে থাকেনা,
তবে মানুষগুলো ভিন্ন, আড্ডাও বসে ভিন্ন আঙ্গিকে,
আমাদের মতো গানে নয়, কথায় নয়
মোবাইল, নেট, ইউটিউবহাতে হাতে;
কয়েকজন মিলে হু হু হা হা রব উঠে সেই আড্ডাস্থলে;
অশুদ্ধ পথটাই বুঝি আজকালের আড্ডায় স্থান পেয়ে গেল বেশি,
দীর্ঘশ্বাসটা বের হতে হতেই ভেঙ্গে যায় ধ্যান।


(27 August 2014 at 21:33)