অপ্রকাশিত কত কথাই থেকে যায় হৃদয়ের অতলে
যন্ত্রণার নদী বয় নিরবধি, আশারা মিশে সব ভূতলে,
অস্থির বিপর্যস্ত আকাঙ্খারা পথ খুঁজে বেড়ায় প্রতিনিয়ত;
পথের খুঁজ পেতে দিশা হারিয়ে স্রোতে ভাসায় অনবরত।
অজাচারে ভরা জীবন; ঠেলে দেয় বার বার অসহায়ত্বে
চোখ দুটো ঝরায় অবিরাম বারি; রাখা যায় না আয়ত্তে।
অনীপ্সিত মনস্তাপ উড়ে বসে মনে; স্তব্ধ হয় চলার গতি
ছন্দহীন হয়ে এলোমেলো ভাবনা; দু:খরা আঁকে না যতি।
অধীর মন খুঁজে ফিরে এক ফোঁটা অনঘ বৃষ্টির ছোঁয়া
হিংসা বিদ্বেষ এত কেনো; চক্ষু মুদলে লাগে সবই ভূঁয়া।