তুমি তীব্র, তুমি তান্ডব
        তুমি জনজীবনের লোকসান
তুমি মৃত্যু, তুমি ধ্বংস
        হে কাপালিনী আমপান।।


তুমি চঞ্চল, তুমি রুদ্র
        তুমি জীবন কে করেছ স্তব্ধ
হে উন্মাদ তব কর্মে
        আজ বিধাতাও বাকরুদ্ধ।।


তুমি সৃষ্টি নাকি প্রতিশোধ
        নাকি কোনো তান্ত্রিকের আহবান
তোমার স্রষ্টা কোনো শয়তান
        নাকি স্বয়ং বিধাতা ভগবান।।


হে মৃত্যু, তবে শুনে রাখো আজি
        তুমি যতই আছড়ে পড়বে
জীবন কখনও থেমে থাকবেনা
        বসতি আবার গড়বে।।