জ্যোত্স্নার ক্যানভাসে যে তুলিই টানো না কেনো
চন্দ্ররেখাই কথা কয়;
জ্যোত্স্নায় থাকে গোপন ব্যথার ধুসর সুর মেশানো
তুলি বোঝে তা কোন ক্ষয়।


শিল্পি জানে তুলিও বোঝে
কোন ব্যথা চাঁদে ও সূর্যে।