সতেজ শাখা-প্রশাখা চাইলে
শিকড়ে নিয়মিত জল ঢালতে হয়;
ক্যানভাসে নিপুন শিল্প চাইলে
তুলি আর রঙের ভাষা বুঝতে হয়।


বস্তুত, নিয়মিত জলে নিপুন শিল্প হয়।