এই সন্নিহিত রাতের নির্জনতায় আজ
এ কোন হাওয়া হয়ে যায় মহাকালবহ
দূরের শব্দের থেকে মাথা তোলে এ কোন লালন
রাতজাগা বিছানায় গড়াগড়ি খায় একান্ত শব
আমাদের এপাশ ওপাশ বড় ভয়াবহ
বহু বিস্ময়ের মুখ মনে পড়ে না
এ কোন অভিশাপ ভেসে চলে নীলে-জলে
অন্তর্গত জীবনের এই লোনাজলে
এ কোন সংজ্ঞা টেনে তোলে নির্মোহ তর্জনী
কবির খাতায় বিবর্ণ হয় যাপিত স্বর্ণ সব