অন্ধত্ব দেহ-মনে।
অন্ধত্ব চিন্তা -চেতনার স্তরে।
অন্ধত্ব গলি থেকে রাজপথে।
অন্ধত্ব তোমার উপলব্ধির বহ্নিজ্বালে।
একবার প্রকৃত চোখ খুলে দেখো।
অন্ধত্ব চলে গেছে।
রেখে গেছে জ্ঞানের আলো তোমার নয়ন জুড়ে।
কার‍ণ তোমার ঈশ্বর এসেছেন তোমার আত্মার আয়নায়।
জাগাতে তোমার চেতনার বিবেক।