অনুভূতিগুলো হাসে কাঁদে ঝগড়া করে...
আবার ভালোবেসে কবিতা লেখে..।
অনুভূতিরা গান গায়, সুরের মূর্ছনায় ভরিয়ে দেয় ;
নৃত্যের তালে মাদল বাজায়...
আবার যেনো ঘুমিয়ে পড়ে কোন এক জ্যোতস্না রাতে,
অনুভূতিরা স্বপ্ন দেখে...
হারিয়ে যাবে বহুদূরে..
যেখানে ভালোবাসার দেশ আছে।
এভাবেই অনুভূতির সংসারে অনুভূতিগুলো হাসিকান্নায় ভালো থাকে।