বিদ্রোহ যেনো ছড়িয়ে পড়লো,
দিকে-দিকে।
নিভন্ত চুল্লি থেকে উদগিরিত দাউদাউ শিখা!
যেনো বিষ্ময়ের রতি বাড়িয়ে দেওয়ার ছন্দে এগিয়ে গেলো।
যেনো পুরাণকাহিনি বলে দিলো,
নিশ্বাসভাংগা ছন্দ কাহিনিতে।
অবলোকিত সুবার্তা সুবাসে ছড়িয়ে পড়লো...
জলপ্রপাতের স্বাদে।
তখন আরো একবার বিদ্রোহ হলো।