চিন্তার ছক এলোমেলো হয়ে যায়,
এলোমেলো বাতাসের ভাষা রূপে।
যেনো শব্দ-ছন্দ-বাক্যের ভাষারূপী অংগোবিভবের রূপপর্ব।
নিত্য-অনিত্যের মাঝে জেগে থাকে।