মা শব্দ উচ্চারণের সাথে সাথে,
হৃদাকাশে কষ্টের মেঘটা ছিন্নভিন্ন হয়ে উড়ে যায়..
আর ভীষণ ভাবে জানান দেয়-মা নেই,কোথাও মা নেই।
তখন কান্নায় ভেঙে পড়ি,
যন্ত্রণার কাজল পড়ে।
হঠাৎ এক শীতল স্পর্শ এর আশীর্বাদ পাই শিরে।
যে বলে ওঠে -" আমি যাইনি মনা।আমি বেঁচে আছি
প্রতিমুহূর্তে তোর সাথে। "
মা বলে ছুঁতে যাই,
কিন্তু দেখি অনেক দূরে -
তবু স্পর্শ টা রেখে গেছে আমার বুকে।