আমার আমিকে খুঁজে বেড়াই,
অনন্তকাল ধরে;
তবু পাইনা -
যেনো ধোঁয়াশার মতো হাতড়ে বেড়াই...
তবু রুক্ষ পাহাড়ের চূড়ায় বসে -
অথবা সমুদ্রের বালিয়াড়িতে বসে,
আমি আমাকে খুঁজেছি,
অনন্তর সাথে মিশে গিয়ে,
আমিত্বর আয়নার -
প্রতিচ্ছবি হয়ে মিশে যেতে চেয়েছি;
তবু খুঁজে পাইনি..
এ এক কঠিন দ্বার,
যাকে পেড়োতেই আমার হাজার শতাব্দী পেড়িয়ে গেলো;
আরো যুগ, আরো কাল অতিবাহিত হবে -
তবু আমি " আমাকে " খুঁজবো..
এবং বিশ্বাস একদিন " আমি " কে পাবো।