নিয়তির নিকষ কালো আলো...
যেনো প্রতিক্ষার প্রতিক্ষণ খোঁজে,
আর পিথ্যাগোরাসের জ্যামিতিক নকশায়,
আরো একবার ভালো কিছু বলে।
সেই ভালো ভালোবাসা হয়,
প্রতীক্ষা হয়, বিরহের অন্তর্ভুক্ত হওয়ার  
সচল ধাপগুলো হয়।
তবু জেগে থাকে প্রতীক্ষা ও প্রতীক্ষার আলো।