[আজকালকার ঠাকুর দেখা]


ঢল নেমেছে ঠাকুর দেখার
উপচে পড়ে ভিড়
রঙ-বেরঙের আলোর মালা
ছন্দ সুরের মীড়।
নতুন নতুন জামা কাপড়
উচ্ছ্বল সব মুখ
খুশীর ছোঁয়া সবার মুখে
কদিন ভুলে দুখ।
মানব সারি পায়ে পায়ে
চলেছে এঁকে বেঁকে
সাপের মত আসছে দেখি
দৃষ্টির ওপার থেকে।
ঠাকুর দেখার ভিড় জমেছে
মিটবে মনের সাধ
সোমবছরের প্রতিক্ষারই
ভেঙেছে আজ বাঁধ।
ঠেলাঠেলি চলছে বেজায়
বাড়ছে কলরোল
সকলেই চায় দেখতে আগে
বেজায় গণ্ডগোল।
হিমসিম খায় স্বেচ্ছাসেবক
এযে বিষম দায়
ঠাকুর দেখার নামে দেখি
চরম অবক্ষয়।
উঠতি যুবা নব্য প্রেমিক
শৃঙ্খলাকে তুড়ি
দেশের ভবিষ্যতের কোথাও
মিলবে নাকো জুড়ি।
দেশ চলেছে কোন দিশাতে
ভাবায় বড় আজ
চারদিকের এই অসহিষ্ণুতা
সংস্কৃতির লাজ।


[চামরাইল, হাওড়া, ৬ই অক্টোবর ২০১৯]
©চিন্ময়