[ আজবগড়ের রাজা ]


আজবগড়ের রাজার দেশে
চাটুকারেরা এসে,
দেশবাসীকে বুদ্ধু বানায়
জননেতার বেশে।
খলসে-পুঁটি রাঘববোয়াল
বসত মিলেমিশে,
ঝোপ বুঝে কোপ মারে সবাই
পরিত্রাতার বেশে।
আজবগড়ের রাজামশাই
আজব তার মান,
মাঝে মাঝেই হারিয়ে মেজাজ
উজিরে ধমকান।
ভয়েই জুজু উজিররা সব
রাজ-রোষের কাছে,
তোষণ নিয়েই মত্ত সবাই
হারায় গদি পাছে।
চলছে সদা আমজনতায়
টুপি দেবার পালা,
দেশ চলে যায় পাতাল তলে
শুধু ভেলকি খেলা।
কেউই ভাবে না দেশের কথা
কিংবা তার প্রজা,
জনাদেশের সময় এলেই
দরদী হয় রাজা।
আমজনতার নেই চাহিদা
বিশেষ কোনো দলে,
চায় যে দেশের অগ্রসরণ
কারখানা ও কলে।
নেই কোনো দাম তাদের কাছে
কুমুদ-ঘাস ফুলে,
বিকাশ চায় দেশ ও দশের
হাত হাতুড়ি ভুলে।
উজির কিংবা রাজার কোনো
ভ্রূক্ষেপ নেই তাতে,
বছর আসে বছরও যায়
মা-মাটি ব্যবসাতে।