[ আলোর পথের সন্ধানী ]


আঁধারকে বুকে টেনে নিয়ে
আলোর পথের সন্ধানী,
দুচোখেতে তার ছবি নিয়ে
পার হয় নিশা বৈতরণী।
তৃষিত বুকেতে সারারাত
হৃদয়ে পিয়াসী চাহনি,
একা রাত জেগে থাকে মন
ভাসিয়ে কালের তরণী।
হাহাকার ঘিরে ধরে প্রাণে
আঁধারে লুকায় ধরণী,
অশ্রু ধারায় ভেজে চোখ
হারায় কালের সরণী।
একা খেয়া বেয়ে ফেরে মন
দিশাহীন বিনিদ্র রজনী,
আঁধারকে বুকে টেনে নেয়
আলোর পথের সন্ধানী।


[দুবাই, ২০১৭]
©চিন্ময়