[ আলোর ঠিকানা ]


আলোর খোঁজে হাত বাড়িয়ে
আঁধার ঠেলে দূরে,
হৃদ-মাঝারে প্রথম প্রেমের
কুয়াশা যায় সরে।
যত্নে মোড়া লুকানো প্রেম
স্বপ্ন দিয়ে ঘেরা,
সুপ্ত হয়েই মনের কোনে
বন্দী ছিল তারা।
নীরব ছিল এমনই প্রেম
ফল্গু ধারার মত,
প্রথম আলোয় প্রথম দেখা
হৃদয় ছোঁয়া সে তো।
সেই কবেকার ভালোবাসা
রাঙিয়ে দেওয়া মন,
হৃদয় জুড়ে আজও বহাল
সাত রাজার সে ধন।
লুকানো প্রেম আজও জেগে
মনের গহীন কোণে,
ভালোবাসার সোপান বেয়ে
ব্যাপ্ত প্রাণে মনে।
মনের দুয়ার খুলেই দেখ
প্রেম কতটা খাঁটি,
প্রেমের মাঝেই পাবে খুঁজে
সুখের চাবিকাঠি।


[কুয়েত, ২৯শে জানুয়ারি, ২০১৯]
©চিন্ময়