[আমি তো ছিলাম বেশ]


আমি তো ছিলাম বেশ এ-মাটির টানে
মায়া ভরা পৃথিবীর হাসি আর গানে।
ছিলাম নিবিড় ঘন প্রকৃতির টানে
অনাবিল খুশি আর শিউলির ঘ্রাণে।
কোথাও ছিলনা কোনো চাওয়া এই প্রাণে
ছিল প্রাণ সুরে ভরা মুখরিত তানে।


আমি তো ছিলাম ভেসে উজানের টানে
সুদূর প্রবাসে একা কবিতা ও গানে।
হঠাৎ প্রেমের দোলা লেগে মনে প্রাণে
জোয়ারে ভাসে এ মন ফাগুনের তানে।
হারানো প্রথম প্রেম ফিরে পেয়ে প্রাণে
ফাগুন বাতাস মাতে খুশি আর গানে।


আমি তো ছিলাম বেশ ক্ষেত ভরা ধানে
কাজের খেয়ালে মেতে প্রেমের অঘ্রাণে।
বিভোর হৃদয় ছিল সুরে আর তানে
ইমনে বেহাগে আর খুশি ভরা গানে।
সে সুর আলগা হল দাবি আর টানে
অকালে বদলে গেল জীবনের মানে।


আমি তো ছিলাম বেশ এ-মাটির টানে
মায়া ভরা পৃথিবীর হাসি আর গানে।


[দুবাই, ২৩শে ফেব্রুয়ারি, ২০২০]
©চিন্ময়