[আঁধার ঢাকা ধনতেরাস]


আকাশ ছোঁয়া সোনার দরে সঙ্গে কর হাজার
মজুরি টাও বেশ বেড়েছে নেই ক্রেতা এবার।
অ-বঙ্গীয় রেওয়াজ মেনেই গয়না কেনার ঝোঁকে
এবছরটায় তাল কেটেছে কেস খেয়েছে লোক।
রেওয়াজ রীতি বাক্সবন্দি চিলেকোঠায় তোলা
সাধ থাকলেও সাধ্য যে নেই আম জনতার বেলা।
ধনতেরাসটা এবছর তাই বেজায় বেমানান
ক্রয় ক্ষমতা তলানিতে দোকানও সুনশান।
কপালে ভাঁজ স্বর্ণকারের খদ্দের নেই বাটে
বাজার জুড়ে মন্দা বেজায় ব্যবসা ওঠে লাটে।
পানসে মুখে স্যাকরা বসে কাজ নেইকো হাতে
ধনতেরাসে এবার বাজার বইছে পিছু স্রোতে।
স্যাকরাপাড়ার লেনগুলিতে ব্যস্ততা নেই মোটে
মন্দা হাওয়ায় কপাল পোড়ে কাজই নাহি জোটে।
অন্য বছর লেন গুলিতে দায় হত পা ফেলা
এই বছরে চিত্র বদল স্যাকরা ঘরে তালা।
এসব নিয়েই উঠেছে সেজে সোনা দোকান যত
মনের মধ্যে চিলতে আশা পুষিয়ে যাবে ক্ষত।
হরেক রকম ছাড় হাঁকে তাই গয়না দোকান যত
বিক্রি-বাট্টায় ঢন-ঢনা-ঢন এবারকারের মত।
মনের মাঝে তবুও আশা ধনতেরাসের দিন
ঢল নামবে কেনা-বেচায় পুষিয়ে যাবে ঋণ।


[দুবাই, ২৩শে অক্টোবর ২০১৯]
©চিন্ময়