[ আঁতাত ]


নেউল সাপের ঘটল আঁতাত
সেদিন রাতের বেলা,
ছাড়বে বিবাদ খেলবে এবার
মহান জোটের খেলা।
প্রাচীন কালের বিভেদ বিবাদ
থাকবে নাকো আর,
একসাথে পথ চলবে তারাই
নতুন অঙ্গীকার।
একের ডাকেই আসবে আরেক
মিলবে জবাব হেসে
বাধার পাহাড় যতই থাকুক
দুয়েই দাঁড়াবে এসে।
দেখবেনা কেউ পিছন পানেই
কোথায় কি দোষ ছিল,
দু-দল মিলেই মাতবে সেবায়
নতুন শপথ নিল।
নিজের মাঝেই থাকবে অটুট
মহান তাদের জোট,
বাইরে কোথাও থাক বা না থাক
নেইকো তাতে খোট।
জোটের হাওয়া লাগবে পালেই
এটাই মনের আশা,
নতুন সমাজ করবে গ্রহণ
এই আশাতেই ভাসা।
তবুও মনের সুদূর কোণেই
কোথাও ছিলই ভয়,
অঘটনটাও ঘটতেই পারে
মানুষ যদি না চায়।
যদিও তারাই চায় যে আনতে
বদল আরেকবার,
চাপিয়ে দেওয়া আঁতাত কিন্তু
হতেপারে ছারখার।
আশা নিরাশার দোলায় দুলেই
সেই সে দিনটি এলো,
অধীর আগ্রহে দেখল জগত
সূর্য ডুবেই গেল।