[আর্জি]


তোমার কাছে আর্জি ছিল ঘরের ভিতর থাকা
মহামারীর প্রকোপ থেকে দেশকে দূরেই রাখা।
চাওয়াটা কি বেশিই ছিল কিংবা কঠিন কাজ
শত বলার পরেও কেন মানছো না তা আজ?
ভালো মন্দের তফাৎটাকে পাওনি বুঝি খুঁজে
তাই-কি বুঝি এমনি করে আছো দুচোখ বুজে?
আর কতদিন চালিয়ে যাবে সর্বনাশকে ডেকে
যাত্রা ভঙ্গ করবে পরের নিজের নাকটা কেটে।
রোগ নয়তো যেমন তেমন ভীষণই সংক্রামক
মনে রেখো নেই তো ওষুধ এই ব্যাধিটা মারক।
মারণ ব্যাধি ঢুকলে দেহে বেঘোরে প্রাণ যাবে
কেউ বাঁচাতে আসবেই না শাস্তি কঠিন পাবে।
তোমার দোষেই ডুববে তুমি ডুববে পরিবারও
শেষ সময়ে হাত বাড়িয়ে পাবে না হাত কারও।
জুটবে নাতো মুখে আগুন কিংবা একটু মাটি
যতই থাকুক লোক-বল আর দম্ভ ফাটাফাটি।
ডাক্তার আর বিজ্ঞানীরা বলেছেনা তো বাজে
এ রোগ থেকে মুক্তির পথ চারদেয়ালের মাঝে।
নিজে বন্দী থাকলে ঘরে কাঙ্ক্ষিত ফল পাবে
ছড়াবেনা আর সংক্রমণটা দ্রুতই মুক্তি পাবে।
অনুরোধের মান রেখো গো বার হয়োনা আর
শান্তি রাখো শান্ত থাকো দুঃসময় হবেই পার।


[দুবাই, ৮ই এপ্রিল ২০২০]
©চিন্ময়