[অভাগার সম্বল]


তিনটে বছর পেরিয়ে এসেও কেবল হাহাকার
হাজার হাজার শ্রমিক মিলের আজকেও বেকার।
ভোটের সময় দামামা বাজিয়ে রাজায় হেঁকেছিল
জিতলে ভোটে চলবে আবার নতুন করে মিলও।
বোতাম টিপেই চলবে মেশিন থাকবে না বেকার
রুজিরোজগার আগের মতই চালু হবে আবার।
ঝলমল করে উঠবে আবার বন্ধ কাগজ কল
সেই আশাতেই মিলের শ্রমিক মনেতে পায় বল।
শ্রমিকের ভোটে ভরলো বাক্স এল বিপুল জয়
এলনা ডাক রাজা-উজিরের মনেতে ছায় ভয়।
প্রতিশ্রুতিকে ভুলে গিয়ে রাজা হল যথেচ্ছাচারী
অবহেলা সয়ে রয়ে গেল যত মিলের কর্মচারী।
শ্রমিক কপালে বেদনার থাবা অভাবেরই বেশে
হতাশায় ডুবে বেছে নেয় পথ আত্মহনন শেষে।
নয় নয় করে এ পথ বেছেছে হতভাগা চারজন
চিরনিদ্রায় অকালে গিয়েছে আরও পঞ্চাশ-জন।
ভবিষ্যতের নেইতো ঠিকানা ওদের কপাল মন্দ
রাজ্যপাটের হাত বদলেও ফেরে না জীবন ছন্দ।
এ জগতে শুধু সেই মার খায় সহায় নেইকো যার
রাজায় উজিরে লুটেপুটে নেয় সম্বল অভাগার।


[দুবাই, ৮ই ফেব্রুয়ারি, ২০২০]
©চিন্ময়