[ অভিসার ]


খোলা আকাশেতে পাড়ি দেব আজ
খুলে হৃদয়ের দ্বার,
মেঘের সীমানা ছাড়িয়ে আকাশে
নিশীথের অভিসার।
নিঝুম আঁধারে ডানা মেলে দিয়ে
আসীম শূন্যে ধাওয়া,
নতুনের ডাক হাতছানি দেয়
দূরকে কাছে পাওয়া।
সাথে জেগে আছে তারা ভরা রাত,
কয়েক শতেক যাত্রী,
আলো ঝলমল ধরার উপরে
আর অপরূপ রাত্রি।
ঝিকিমিকি করে আলো কাছে দূরে
মায়ায় জড়ানো নিশা,
জোনাকির দেহে আলো থমকায়
হারায় মনের দিশা।
মায়া ভরা রাত ইতি-উতি চায়
মাধুরী ছড়ায় রাতি,
স্মৃতির মুকুরে আলো ঝলসায়
নিশীথে শশীর ভাতি।
আঁধারকে ঠেলে চেনা পথ ফেলে
ছাড়িয়ে আলো বাহার,
চলা নাহি থামে গতি বাড়ে ক্রমে
শুরু হয় অভিসার।
ভূমিতল হতে সুদূর শূন্যে
অসীমের কোলে ভাসা,
নূতনের ডাকে সাড়া দিয়ে আজ
মনে জাগে ভালোবাসা।
হরষিত হিয়া ওঠে যে গাহিয়া
পুলকেতে ভরে মন
আকাশের তারা হাতছানি দেয়
ভরে মোর প্রাণমন।
নুতন ঊষার ভাবনাকে ঘিরে
মনে জাগে শিহরণ,
নীচে পড়ে থাকে আলোক নগরী
আবেশিত প্রাণ মন।


[দুবাই, ২০১৭]
©চিন্ময়


বিঃ দ্রঃ ⇨ দুবাই বিমানপোতে অবস্থানরত অবস্থায় রাত ২টায় আর্মেনিয়াগামী বিমানে বসে লেখা।