[আচ্ছে দিন]


ধর্মের নামে জ্বলছে নগর
ভাঙচুর আর পোড়ানো রেশ
আমরা যারাই ছা-পোষা সব
দুদিকের গুঁতো খাচ্ছি বেশ।
রামকে ডাকলে বাঁচার তাগিদে
রহিমের চ্যালা ধমকি দেয়
রহিমে ভরসা রাখলে দেখেছি
ত্রিশুলের গুঁতো ঠেকানো দায়।
ট্রেনেও আগুন বাসেও আগুন
আগুনের খেলা চলছে বেশ
দুদিক থেকেই আগুনের তাপে
ছা-পোষাদের বাঁচার ক্লেশ।
আমরাতো আর কেউকেটা নই
কোনো মতে নেভে পেটের টান
রুজির তাগিদে দিনরাত ছোটা
আটটা পাঁচটা নিয়ে জীবন।
ভক্ত সমাজ গোছাতে ব্যস্ত
ফন্দি ফিকির তোয়াজ করে
আখের গোছায় ক্রিমটাও খায়
রামলালা না-তো রহিম ধরে।
গণতন্ত্রের প্রতীক এদেশ
আসলে কি ঠিক 'বলা বারণ'
রাজার খেয়ালে এদেশ চলছে
তাদের হাতেই বাঁচা মরণ।
নামেই কেবল গণতান্ত্রিক
গণতন্ত্রের বালাই-ই নাই
মুখফুটে যদি বলে ফেল এটা
নিশ্চিত যেনো খাবে ধোলাই।
সদাই ঘুরছে রাজার প্রহরী
রাখছে নজর প্রতি পলে
অজান্তে ঠাঁই হতেই পারে
দেশদ্রোহীর বোনা জালে।
আমরা হাভাতে প্রতিবাদে মাতি
দেশের প্রেমের ধ্বজা বয়ে
আসলেতে বোকা বুঝিনা কিছুই
হালত খারাপ আগের চেয়ে।
বুদ্ধু আমরা বোঝালেই বুঝি
বুঝিনা পিছনে চালটা কি
রাজার কথাকে বেদ মেনে বলি
যা ঘটছে তাতে গোল’টা কি!
পিছিয়ে চলেছি বুঝেও বুঝিনা
দেশের হালত গয়ং-গচ্ছ
দেওয়ালে তে পিঠ ঠেকার পরেও
মুখে বলি এতো খুবই তুচ্ছ।
সময় এসেছে দেখো ফিরে চেয়ে
বাড়িওনা আর দেশের ঋণ
চোখ মেলে দেখ কেমন দেখতে
স্বপ্ন দেখানো আচ্ছে দিন।


[দুবাই, ১৬ই ডিসেম্বর ২০১৯]
©চিন্ময়