[ অধরা ]


অনেক কথা বলার ছিল
থমকাল সব কথারা,
মনের মাঝে রইল পড়ে
গাঁথা কথার মালারা।
থাকল দূরে আকাশ পারে
স্বপ্নে ধোয়া তারারা,
ইচ্ছে হয়ে মনের মাঝে
থাকল তারাই পাহারা।
মনের ব্যথা মুখ লুকাল
রইল পড়ে স্মৃতিরা,
মাঝ নদীতে পথ হারাল
ভিড়ল নাতো তরীরা।
আজ নিশীথে ছন্দ পতন
বেতাল মনের ক্যামেরা,
যতই তারে ধরতে যে চাই
রয় সে শুধুই অধরা।
মনের মাঝে রইল জেগে
হতাশ প্রাণের ভ্রমরা,
নীরব হল মধুপ কুঞ্জ
গান থামালো অলিরা।
মনের দ্বারে নামল আঁধার
পড়ল বাঁধা স্মৃতিরা,
কথার পাহাড় গুমরে কাঁদে
রয় সে শুধুই অধরা।


[কুয়েত, ১১জুলাই ২০১৮]
©চিন্ময়