[অধঃপতন]


আঁধার দেখি হাতছানি দেয় ডাকে নীচের দিকে
আমরা মাতি নামার খেলায় আজকে চতুর্দিকে।
নামছি কোথায় কেউ জানিনা পরোয়া নেই তায়
সমাজ পতন চলেছে ঘটে কারোরই নেই দায়।
নামতে নামতে তলিয়ে যাচ্ছি অতল আঁধার তলে
আরও কতটা নামলে বলবে, 'অধঃপতন' বলে?
যুগের হুজুগ হাতছানি দেয় নতুন দিনের গানে
সময় স্রোতে ভাসা শুধু আশার আলোর টানে।
কেউ জানিনা ছুটছি কেন কোন আলো সন্ধানে
মরিচিকা যেন শুধুই আঁধার কেবল সমুখ পানে।
উজির হাঁকে ঐ দেখ ভাই সামনে সুখের দিন
পায়না যারা দেখতে তারা চোখটা সারিয়ে নিন।
জবর তামাশা দেখে হয়ে যাই একেবারে হতবাক
কেমন রঙ্গ বলে দাও জাদু চেতনায় জমা থাক।
যাদের ব'লেতে বলিয়ান হল আজকের সরকার
নাগরিকতার পরিচয় চায় দিতে নিজ অধিকার।
পেরিয়ে গিয়ে একেকটা ধাপ ভাবছি এবার শেষ
নতুন ভোরে উঠবো জেগে কাটবে পতন রেশ।
ঘুম ভেঙে দেখি বিপরীত ছবি হতাশায় ভরে মন
চোরাবালি থেকে ওঠার চেষ্টা নিরলস প্রতিক্ষণ।
ঘন আঁধারেতে ঢেকে চরাচর নেই কেউ আশপাশে
কুয়াশার মাঝে যাচ্ছি তলিয়ে সময়ের নাগপাশে।


[দুবাই, ১৯শে ডিসেম্বর ২০১৯]
©চিন্ময়