[ আজব মুলুক ]


এক যে ছিল আজব মুলুক
তেপান্তরের পারে,
সূর্য্যি চাঁদা দোঁহে সেথায়
সদাই বিরাজ করে।
আজব কথা বলব কি ভাই
ওই মুলুকের নামে,
মানুষ সেথায় রাতে জাগে
দিন কেটে যায় ঘুমে।
অট্টালিকায় বনের পশু
মজায় করে বাস,
পশু করে মানুষ পালন
মানুষ পশুর দাস।
মণ্ডা-মিঠাই ছাগলে খায়
মানুষে খায় ঘাস,
হাঙ্গর-তিমি ডাঙায় চলে
জলেতে চলে বাস।
পাখি বেড়ায় অথৈ জলে
জড়িয়ে আজব বেশ,
পাখির ডিমে মানুষ তা-দেয়
এমনি আজব দেশ।


[চামরাইল, হাওড়া,
© চিন্ময়
বিঃদ্রঃ পুরোনো ডায়েরির পাতা থেকে।