[অমর একুশ]


বীর শহীদের রক্তে রাঙানো
রাজপথ জুড়ে রক্ত ছড়ানো
মায়ের ভাষার স্বীকৃতি জন্য
ভাষায় শাসন গুঁড়িয়ে দেবার দিন—
এবার শোধের পালা একুশের ঋণ।


শাসকের লাল চোখ রাঙানি
ভাষার দাবিতে শত প্রাণ হানি
তবুও বাংলা ভাষাকেই জানি
সমবেত ভাবে রক্ষা করার দিন—
আবার আসলো ফিরে একুশের দিন।


শত শহীদের রক্তের ঋণ
বাঙালীর ভাষা আজ স্বাধীন
অমর বাংলা আমাতে লীন
একসাথে সবে শপথ নেবার দিন—
অমর একুশে ভাষা জাগরণ দিন।


মোদের গরব বাংলা ভাষা
এই ভাষাতেই নিয়তই ভাসা
বুকের ভিতরে লালিত আশা
এই ভাষাকেই বাঁচিয়ে রাখার দিন—
বুকে নিয়ে একে এগিয়ে চলার দিন।


[দুবাই, ২১শে ফেব্রুয়ারি, ২০২০]
©চিন্ময়