[অনাবয়ব]


সময়ের সাথে আড়ি হয়ে গেছে
ছিঁড়ে গেছে বেড়াজাল
আজ হৃদয়ের গোপন দেউলে
ঘিরে শুধু মায়াজাল।
হৃদয়ের যত জমা অভিমান
পড়ে একে একে খসে
বিমূর্ত যত দেয়া-নেয়া ভিড়ে
ব্যথা হাসে পরিহাসে।
পার্থিব খেলা বুকে জ্বালা দেয়
গরলেতে ভরে প্রাণ
ছিন্ন হৃদয়ে বোবা সুর বাজে
বেদনায় করে স্নান।
সেদিনের দেখা মনভরা আশা
বুকে ছিল এতকাল
হঠাৎ ঝড়েতে সব এলোমেলো
খসে পড়ে ছায়াজাল।
সকরুণ সুরে বেজে চলে ধীরে
বেদনা বিধুর বাঁশি
চেতনায় জ্বলে হারানোর জ্বালা
স্বপনে দাঁড়ায় আসি।


[দুবাই, ২৩শে ডিসেম্বর ২০১৯]
©চিন্ময়