[ অনুভব ]


উষ্ণ হৃদয়ের মাঝে শিশির সিক্ত ভালোবাসা
রূপসাগরে ডুব দিয়ে খোঁজে অরূপরতন,
অবগাহনে উত্থিত প্রেমময় অনুভবের ছোঁয়ায়
সুন্দরের আরাধনা দোলা দিয়ে যায় কবি মনে,
গান শোনানো পথিকের সুমিষ্ট সুরের ঝর্ণা
আগমনী-গান হয়ে ভাসে আকাশে বাতাসে,
পুবের সুর্য্যের রক্তিম আভা মন ছুঁয়ে যায়—
ভোরের শিউলি ঝরে পড়ে মনের আঙিনায়।


মনের অতল থেকে উঠে আসে প্রেমের মাধুরী
শরতের প্রভাতে আকাশ বাতাস মুখরিত করে,
খুশীর খেয়া পালে হাওয়া লেগে হৃদয় দোলে
চেনা কণ্ঠের উদাত্ত বন্দনায় প্রাণ গেয়ে বলে
"বাজল তোমার আলোর বেনু, মাতল রে ভুবন
আজ প্রভাতে, সে সুর শুনে, খুলে দিনু মন... "
প্রভাতী সুরের মূর্ছনায় বুকের মাঝে টের পাই
তোমার অস্তিত্ব, প্রেমের জোয়ারে ভেসে যাই।


ভোরের আলোয় ভেসে আসে ফেলে আসা তান
"কুসুমে কুসুমে চরণচিহ্ন দিয়ে যাও...ওহে চঞ্চল"—
অনুভবে তোমার পদধ্বনি পাই অতৃপ্ত হৃদয় মাঝে
সুরধ্বনির কিনারে পাই নূপুরের ঝুমুর ঝুমুর ছন্দ,
প্রবহমান রক্তের প্রতিটি কণায় খুঁজে ফিরি আমি
সহসা সঞ্চারিত আবেগের স্রোত তন্ত্রীতে তন্ত্রীতে—
অপেক্ষার অবসান ঘটে, সুখস্মৃতির অনুরনন চলে,
অবশেষ কালে ভেসে যাই মূল স্রোতের অনুকূলে।।


[দুবাই, ১৮ই সেপ্টেম্বর ২০১৯]
©চিন্ময়