[আতঙ্ক]


চারিদিকে উশৃংখল জনতার ভিড়
শীর্ণকায় নব্য যুবক-যুবতীর
অধঃপতনের পৈশাচিক উল্লাস।
এই পোড়া দেশের উজ্জ্বল ভবিষ্যৎ
আগামী প্রজন্মের পথপ্রদর্শক
স্বাধীনচেতা নাগরিক এরা—
স্বাধীনতার নামে উশৃংখলতা
এদের সারাজীবনের অধিকার।
এরা মানে না কোনো আইন
মানে না কোনো হিতোপদেশ
স্বীয় ভাবনার ক্ষণিক বহিঃপ্রকাশই
এদের আনন্দ উদযাপনের মাপকাঠি।
এ কোন দিশায় চলেছি আমরা
ফিরে ফিরে দেখি আমাদের
ফেলে আসা সময়টাকে।
আতঙ্ক গ্রাস করে বর্তমান সময়কে দেখে
যেন ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আমরা।


[চামরাইল, হাওড়া, ৮ই অক্টোবর ২০১৯]
©চিন্ময়