[অথঃ বুদ্ধ কথা]


ভক্ত শুধায় ভগবানকে একদা পিপল তলে
'নীচেই শুধু বসেন কেন জ্ঞান বিতরণ কালে',
বুদ্ধ তখন মৃদু হাসি-হেসে ভক্ত জনেরে কয়
"নীচেই থাকি নিশ্চিন্তে থাকেনা পড়ার ভয়।"


ভক্ত শুধায় ভগবানেরে 'শান্তি কোথায় থাকে'
"শান্তি আছে মনের ভিতর জাগাতে হয় তাকে
রাগের বশে খারাপ কথা বোলোনা খবরদার
মৌনতাতেই শান্তি আসে পাবেই সুফল তার।"


আরও বলেন ভক্তগণে "মন দিয়ে সব শোনো
সন্দেহকে মনের কোথাও স্থান দিওনা যেন
এটাই ভীষণ ক্ষতিকারক মনকে দূষণ করে
ভালো বন্ধু ভালো সম্পর্ক সদাই ধ্বংস করে।


অতিরিক্ত কোনো কিছুই নয়তো মোটে ভালো
ধ্বংস আনে অতি সত্বর বাড়ায় মনের কালো
অতিরিক্ত ভালো শুধু জ্ঞান আর ভদ্রতা বেলায়
এই দুটিতেই ব্যতিক্রম আলোই কেবল বিলায়।


তোমরা যখন কথা বলো খেয়াল রেখো মনে
গুরুত্ব আর ধ্যান যেন থাকে শব্দের নির্বাচনে
শ্রোতার উপর প্রভাব পড়ে তোমার কথার 'পর
মন্দ ভালোর বিচার করে শ্রোতা তারই উপর।"


পরম জ্ঞানী বুদ্ধ বলেন "চলতে জীবন পথে
কি গেছে তার হিসাবটাকে রেখোনা আর সাথে
ফিরে কখনও আসবেনাতো সময় যেটা গেছে
দেখো কেবল আর কি কাজ করার বাকি আছে।


মনে রেখো সব মানুষেরই এই অধিকার আছে
নিজের দুনিয়া খুঁজে দেখার স্বয়ং নিজের কাছে
ভুলের থেকেই শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হয়
অভিজ্ঞতা সব মানুষকেই কিছু না কিছু শেখায়।"


[দুবাই, ২৫শে ডিসেম্বর ২০১৯]
©চিন্ময়