[ বাদলধারা ]


ঝর ঝর ঝর ঝরে পড়ে শুধু
আজি বাদলের ধারা,
মন মোর হয় উদাস আজিকে
আনন্দে মাতোয়ারা।
সারাদিন ধরে অবিরাম ঝরে
অবিরল এই ধারা,
জলদের সনে উদাসীন মন
ঘুরে ঘুরে পথহারা।
চলিছে নিয়ত লুকোচুরি খেলা
আলো আঁধারের সনে,
তারই তালে তালে বিদ্যুৎ আজি
ঝলসায় প্রতিক্ষণে।
এহেন সময়ে অচেতন মনে
প্রেম দিয়ে যায় দোলা,
মনের কিনারে অনুভবে পাই
রুদ্ধ হৃদয় খোলা।
মন-আয়নায় ভেসে ওঠে আজি
মোর প্রেয়সীর মুখ,
আবেশে জড়ায়ে ঘিরে থাকে মোরে
পরম সে এক সুখ।


[কুয়েত, ২রা জুলাই ২০১৯]
©চিন্ময়


[বিঃদ্রঃ পশ্চিম বাংলার দক্ষিণ ভাগে নিম্নচাপের প্রভাবে অবশেষে স্বস্তির বৃষ্টি নামায় এবং তা দূরে বসে প্রত্যক্ষ করে এই রচনা ]