[ বেলাশেষের গান ]


চলতে চলতে একাকী এই পথে
আপন খেয়ালে বেঁধেছি তান সুরে,
অচিন পথেই বাড়িয়েছি মোর পা
করেছি আপন শতেক অজানারে।
ঘুরতে পথে হারিয়েছি আজ দিশা
পথ খোয়া গেছে চোরা পথের বাঁকে,
নেইতো জানা কোথায় পথের শেষ
কোন সে চোরা গোলকধাঁধার ফাঁকে।
স্মৃতির পাতা উল্টে হিসাব কষি
জীবনের যা চাওয়া-পাওয়া ছিল,
কিছুটা তার হিসাবেতে মিলল কি
কিংবা কোথাও ছন্দপতন হল।
ভালো-মন্দ জীবন জুড়ে যা ছিল
মিলেমিশেই আজ হল একাকার,
স্মৃতি-সুধা ছিল পাত্রে যেটুকু ভরা
তারেই খুঁজি বেলাশেষে আরবার।
হল সময় এবার ফেরার পালা
উৎস মুখের প্রকৃত সন্ধানে,
চলার পথের সঞ্চয় যা ছিল
কুড়িয়ে নিয়েই বেলাশেষের গানে।


©চিন্ময়