[ ভাবের ঘরে চুরি ]


সেদিন রাতে শোনা গেল
সব হয়েছে শেষ,
সম্পর্কে ঘুণ ধরেছে
মনে ভরেছে দ্বেষ।
ভালোবাসার টানাপোড়েন
কিংবা তারই রেশ,
এক লহমায় মিলিয়ে গিয়ে
হয়েছে পথের শেষ।
চুরি হয়েছে ভাবের ঘরে
মন হয়েছে মরা,
একইসাথে ভাবনা চলার
সব হয়েছে সারা।
জীবন পথে চলার মাঝে
ভাল যেটুক ছিল,
কালের স্রোতে হারালো তা
সময় কেড়ে নিল।
কথার পরে কথার ছুরি
বুকের মাঝে ঝড়,
ভাবের ঘরে কষায় এসে
অবিশ্বাসীর চড়।
সাজানো ঘর দুলে ওঠে
বাড়ে মনের ক্ষত,
হুড়মুড়িয়ে আছড়ে পড়ে
তাসের ঘরের মত।
জীবন থেকে বর্ণ হারায়
ভাবনা এলোমেলো,
ভাবের ঘরে আঘাত নিয়ে
জীবন টলোমলো।


[কুয়েত, ১৫ই ফেব্রুয়ারি ২০১৮]
©চিন্ময়