[ ভালবাসা ]


তোমায় কতো ভালোবাসি
বুঝেছি আজ হৃদয় দিয়ে
এসেছি তাই তোমার দ্বারে
ভাবনাকে মোর সঙ্গে নিয়ে।
আমি বললেম,"মনের কথা
বলবো এবং শুনবো বলে,
চলে এলাম আজ এখানে
আমার মনের দুয়ার খুলে।"
তুমি বললে, "ওগো কবি,
শুনতে কি চাও মনের কথা,
পাও কি কবি দেখতে তুমি
অন্তরে মোর কিসের ব্যথা।"
আমি বললেম, "দেখতে পারি,
লিখতে পারি তোমায় নিয়ে
মনের হদিস দাও যদি আজ
হৃদয় দুয়ার খুলে দিয়ে।"
তুমি বললে, "নাও কবি নাও,
আমার আমি সবই তোমার,
মেনেছি সার জীবন দিয়ে
তুমি শুধু আমারই আমার।"
আমি বললেম, "দাও তবে দাও,
হৃদয় ভরুক ভালবাসায়,
বলগো শুধু কেমনে আজও
রাখলে মোরে মনের পাতায়?"
তুমি বললে, "বলবো না যাও,
মনের কথা নাও পড়ে নাও,
কবিতা লিখে তাদের নিয়ে
শুনিয়ে যাবে এই কথা দাও।"
সেদিন থেকে শুরু হলো
মনের পাতা পড়ার পালা,
পড়তে গিয়ে ভাসিয়ে দিলাম
মন সায়রে আমার ভেলা।
দিনের পরে দিন পেরোলো
রাতের পরে রাত,
ভাসিয়ে ভেলা খোঁজার পালা
চলল দিবস রাত।
মনের কুলে ভাসিয়ে ভেলা
পেলাম খুঁজে কথার মালা,
শতেক যোজন পথ পেরিয়ে
সাঙ্গ হলো খোঁজার পালা।
মনের কথার হদিস নিয়ে
অতল হতে তল পেরিয়ে,
অবশেষ এলাম ফিরে
কালের পরে কাল ফুরিয়ে।
আমি বললেম, "জেনেছি সব,
তোমার মনের কথা ও ব্যথা,
কেবল বল কেমনে আজও
রাখলে মনে আমার কথা?"
তুমি বললে, "বলবো না যাও,
উত্তরটা নাও খুঁজে নাও,
মনকে তোমার প্রশ্ন করে
দেবে জবাব এই কথা দাও।"
সেদিন থেকে শুরু হলো
তোমায় খোঁজা মনের মাঝে,
দিনে রাতে হৃদয় মাঝে
সবখানেতে সর্ব কাজে।
দেখতে পেলেম মনের মাঝে
মনখারাপ এর দেশে গিয়ে,
ভালবাসা হচ্ছে লালন
শত তাপের মধ্যে দিয়ে।
আমি বললেম, “দেখতে পেলেম
তোমারি প্রেম এ অন্তরে,
সুপ্ত ছিল মনের কোণে
এই এতকাল আমারই তরে।”
তুমি বললে, “আজও আছে
সুপ্ত মোদের ভালোবাসা,
চোখ মেললেই মন সায়রে
দেখবে তারে রয়েছে ভাসা।
ভালো যদি বাসতে পারো
দেখবে সবই সহজ হবে,
সবার শেষে জেনে রেখো
ভালোবাসাই জয়ী হবে।”