[ ভাঙা-গড়া ]


এ তোমার কেমন বিচার
পায়না দোষী সাজা
রাজার নীতির ঢক্কানিনাদ
রুদ্ধ নীতির রাজা।
তুমিই ভাঙো তুমিই গড়ো
আজব এ এক খেলা
রাজনীতির এই রঙ্গমঞ্চে
ভেকধারীদের মেলা।
নিত্য নতুন ভাঙছো মূরত
গড়ছো কতক আরো
মূর্তি গড়ার বেসাতিটার
হিসেব ভালোই পারো।
একটা ভেঙে কুমিরকাঁদন
ঘোষণা তার সাথে
অষ্টধাতুর মুর্তি আসবে
ভোটে জেতার সাথে।
ইতিহাসের পুনরাবৃত্তি
আজও দেখি চলে
রাজায় রাজায় যুদ্ধ হয়
মানুষ যাঁতাকলে।
প্রাচীন ইতিহাসেও ছিল
ভাঙা গড়ার কল
শাসক বদল হলেই চালু
সৃষ্টি ভাঙার ঢল।
দূর করে দাও পুরানোকে
নতুন পরোয়ানা
পরাজিত'র সাথেই বিদায়
তারই ঘরোয়ানা।
আজ আমারা কোথায় আছি
দেখো দুচোখ মেলে
খেদ কোরোনা আর সুধীজন
সময় চলে গেলে।
প্রতিবাদের পথ ধরো আজ
মিলাও কাঁধে কাঁধ
দুষ্ট জনের পতন হবেই
টুটবে সকল বাঁধ।
হয়েছে সময় একটু ভাবার
দাঁড়াও গুনীজন
বিচারটা যে তোমার হাতেই
দাও তারই প্রমাণ।


[কুয়েত, ১৬ই মে, ২০১৯]
@চিন্ময়