[বিদ্যাদেবী সরস্বতী]


বিদ্যাদেবী মাগো মা তুমি এলেই যখন ফিরে,
দাওনা একটু বিদ্যা তোমার সকল ঘরে ঘরে।
সুশিক্ষার যে বড়োই অভাব আজকের এই দিনে,
সার কথাটা বোঝানো দায় আপামর জনগনে।
বিদ্যা বোঝাই হবে শিশু বাপ-মা-এর এই আশা,
সব বিষয়েই থাকবে আগে সেই আশাতেই ভাসা।
নিজের মনের অপূর্ণ সাধ শিশুদের মনে ঠেলা,
দোহাই তোমায় আশিস দিও কচি-কাঁচাদের বেলা।
শিশু কি চায় কেউ শোনেনা মানতে নারাজ ওজর,
সব বিষয়েই সেরার জন্যে দিন-রাত তায় নজর।
ছোট্ট শিশু খেলতে যে চায় একটু বিকালবেলা,
আকাশতলে বন্ধু মিলে কতনা মজার খেলা।
সকল থেকে রাত যে গড়ায় পিঠে পুঁথির ঝোলা,
ইস্কুল থেকে টিউশনে যায় মাথায় ওঠে খেলা।
গান-বাজনা পড়াশোনায় ও মাগো-মা তুমি,
রেষারেষি শেষ করে দাও বাঁচাও জন্মভূমি।
বাবা-মায়ের মনের কোণে সুবুদ্ধি দাও ভরে,
শিশু মনের বিকাশ ঘটুক প্রকৃতিকে ভর করে।
দাও কমিয়ে শিশুর মনে অলীক চাপের ভয়,
খেলার ছলে হোক না বিকাশ বুদ্ধি পড়াশোনায়।
কচি-কাঁচাদের বড় হতে দাও সুস্থ সবল ভাবে,
ঘটবে বিকাশ দেখবে মাগো শ্রেষ্ঠ আসন পাবে।
তোমার আশিস থাকে যেন কচি কাঁচাদের ঘিরে,
দেখবে তুমি ঘুচবে আঁধার আসবে প্রভাত ফিরে।


[দুবাই, ৪ঠা ফেব্রুয়ারী ২০১৭]
© চিন্ময়