[ বিন্দু থেকে সিন্ধু ]


বিন্দু থেকে সিন্ধু যে হয়
প্রমাণ হল আজ,
বিশ্বজয়ী 'সিন্ধু' কন্যা
উঠল মাথায় তাজ।
জগৎ জুড়ে সবার মুখে
'সিন্ধু'র জয়গান,
কোটি কোটি ভারতবাসীর
হৃদয়ে তার স্থান।
আজকে যারা কন্যা ভ্রুণ
মূলেই করে শেষ,
ঢাকবে লজ্জা কোথায় তারা
ভেবেই হল শেষ।
এক কন্যা শিখিয়ে দিল
লড়াই কেমন হয়,
কন্যাজাতির প্রতীক হয়ে
রইল ভুবনময়।
আজকে যারা কন্যা দেখে
নাড়ায় নিজের লেজ,
লজ্জা তাদের দেখুক তারা
কন্যার কি তেজ।
বিশ্ব শাসন কাকে বলে
পেলাম পরিচয়,
'সিন্ধু' তোমার স্ম্যাশের সাথে
এল সোনার জয়।
'সিন্ধু' হল জাতির গরব
ভারতের সম্মান,
ওঠো জাগো ভারতবাসী
কন্যারে দাও মান।
এ সিন্ধু কোনো নদীও নয়
জয়ের আরেক নাম,
এ সিন্ধু কোনো সভ্যতা নয়
লড়াইয়ের এক নাম।


[দুবাই, ২৮শে আগস্ট ২০১৯]
©চিন্ময়