[ বঙ্গজননী ]


হে বঙ্গজননী দুর্গা, আগমন তব
এই বঙ্গ মাঝারে। বিদ্যুৎ যথা সব
আলোকিত করে গাঢ় আঁধারের ভেদি,
তেমনি আনন্দময়ী জয় করো হৃদি
ভুলাইয়া শোক ব্যথা চারদিন তরে।
ফি বছর আসো তুমি মোদের মাঝারে,
সূর্য যথা ফিরে আসে প্রতিদিন ভোরে
নবরূপে ধরণীকে আলোকিত করে।


পশিলে হৃদয়ে তব আগমন বাণী
সাজ সাজ রবে ওঠে মতিয়া ধরণী।
প্রতিক্ষার অবসান তব আগমনে,
বিষাদের অশ্রুজল থাকেনাকো মনে।
আনন্দে মাতিয়া ওঠে নরনারীগনে,
সুখ যথা আসে ফিরি দুঃখ অবসানে।


[দুবাই, ৬ই আগস্ট ২০১৯]
©চিন্ময়