[বর্ষশেষে]


বর্ষশেষের বিদায়বেলায় আকাশ জুড়ে কালো ছায়া
চার দেওয়ালে বন্দী মানুষ উৎকণ্ঠায় শুকনো কায়া।
আতঙ্কে দিন কাটছে সবার বিশ্ব জুড়েই মারণ হানা
ঘরের ভিতর মানুষজনের শিকল পায়ে কদিন টানা।
উৎকণ্ঠায় একেকটা দিন পেরিয়ে যায় এমনি করে
রাত পোহালে বর্ষ-বরণ গুলিয়ে যায় কোভিড জ্বরে।
সময় মেনেই বর্ষ ফুরায় নতুনের ডাক দেয় যে সাড়া
চলছে সবই আপন খেয়ালে মানুষ কেবল ছন্নছাড়া।
এই সুযোগে ঝালিয়ে নিই সম্পর্কের সব অলি-গলি
নেট দুনিয়ার যাদু ছোঁয়ায় আসুন সবাই কথা বলি।
এই সুযোগে কাটবে সময় পরস্পরের খবর নিয়ে
উৎকণ্ঠা আসবে না আর ব্যস্ত মনের দরজা দিয়ে।


চৈত্রশেষের এমন দিনে নেইকো চড়ক কিম্বা গাজন
দেশ ঢেকেছে মুখোশেতে প্রকাশ্যে তাই আসা বারণ।
চৈত্র সেলের মন্দা বাজার ঘরমুখো সব নীরব পাড়া
হকারগুলোর চিন্তা এখন অন্তবিহীন লাগাম ছাড়া।
হালখাতাও মুলতুবি আজ সময় সাথে মিলিয়ে তাল
ভরাডুবিও ব্যবসায়ীদের ভাবনা কেমনে ধরবে হাল।
বিপদ এখন চতুর্দিকেই দেখার এটাই কে ধরে হাল
মুষড়ে পড়া অর্থনীতির কে করে ছিন্ন সে বেড়াজাল।
তবুও মনের ভরসা থাকুক হবেই শেষ এই দুঃসময়
নতুন বছর নতুন মোড়কে আনবে ফিরিয়ে সুসময়।
বর্ষশেষের বিদায় বেলায় দুঃখকে নিই ভাগ করে
আসবে সুদিন খুশির জোয়ার সকল মনের অন্তরে।


[দুবাই, ১৩ই এপ্রিল ২০২০]
©চিন্ময়