[বুলবুল এলরে]


এলরে এলরে ওই বুলবুল এলরে—
রিমঝিম চারিধার
জলে ভিজে একাকার
থেকে থেকে ঝোড়ো হাওয়া বহে শনশন—
বুলবুল এলরে ওই নিয়ে বরিষণ।


আকাশটা মেঘে ঢাকা
পথঘাট ফাঁকা ফাঁকা
চিকুর হেসে নীরবতা করে খানখান—
বুলবুল এলরে ওই নিয়ে বরিষণ।


বাতাসের বাড়ে গতি
কাননেতে মাতামাতি
দাপাদাপি বেড়ে চলে কাঁপায় কানন—
বুলবুল এলরে ওই নিয়ে বরিষণ।


পাখিকুল বাসা হারা
ঝড়ে সব দিশেহারা
প্রাণ নিয়ে ওড়াউড়ি করে অনুক্ষণ—
বুলবুল এলরে ওই নিয়ে বরিষণ।


খোলা দালানের কোণে
দুটি কাক একমনে
ভিজে ডানা ঝেড়ে করে সোহাগ যতন—
বুলবুল এলরে ওই নিয়ে বরিষণ।


দেখি বসে বাতায়নে
প্রকৃতি প্রলয় হানে
দমকে দমকে বাড়ে ঝড়ের মাতন—
বুলবুল এলরে ওই নিয়ে বরিষণ।


একাকী এমন দিনে
ঘরে বসে আনমনে
লিখে যাই মনোভাব অতি সাধারণ—
বুলবুল এলরে ওই নিয়ে বরিষণ।।


[দুবাই, ৯ই নভেম্বর ২০১৯]
©চিন্ময়